Home / কিছু গুরুত্ব পুর্ণ তথ্য / পাকস্থলীর ক্যান্সারঃ কারণ, উপসর্গ ও চিকিৎসা
পাকস্থলীর ক্যান্সারঃ কারণ, উপসর্গ ও চিকিৎসা

পাকস্থলীর ক্যান্সারঃ কারণ, উপসর্গ ও চিকিৎসা

পাকস্থলীর ক্যান্সার একটি ঘাতকব্যাধি। উন্নত বিশ্ব, যেমন আমেরিকা ও ব্রিটেনে এ রোগের প্রাদুর্ভাব দিন দিন কমতে শুরু করলেও এশিয়ার চীন, জাপান ও দক্ষিণ এশিয়ায় এ রোগের প্রাদুর্ভাব এখনো আশঙ্কাজনক। এ রোগে মহিলাদের চেয়ে পুরুষেরা বেশি ভুগে থাকেন। নিম্নবিত্ত সমাজের লোকেরা উচ্চবিত্ত সমাজের লোকদের চেয়ে অধিক হারে আক্রান্ত হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। ৩০ বছর বয়সের আগে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

রোগের কারণ
হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটি ব্যাকটেরিয়া মানুষের পাকস্থলী ও ডিওডেনামে আলসারের সৃষ্টি করে। জীবাণুটি পাকস্থলীতে প্রাথমিক পর্যায়ে ক্ষণস্থায়ী প্রদাহের সৃষ্টি করে। ক্ষণস্থায়ী প্রদাহ থেকে দীর্ঘস্থায়ী প্রদাহের সৃষ্টি হয়। আর দীর্ঘস্থায়ী প্রদাহ থেকে অবশেষে পাকস্থলীতে ক্যান্সারের সৃষ্টি হয়। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, পাকস্থলীর আলসার থেকে ক্যান্সার হয় না যদি না আলসারটি হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা আক্রান্ত হয়।

ধূমপান ফুসফুসের ক্যান্সারের জন্য বিশেষভাবে দায়ী হলেও পাকস্থলীতে ক্যান্সার সৃষ্টিতে এর ভূমিকা প্রমাণিত হয়েছে। ধূমপায়ীরা অধিক হারে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে।

তা ছাড়া অধিক লবণ ও ধোঁয়াযুক্ত খাবার, লবণে সংরক্ষিত খাবার, নাইট্রাইট ও নাইট্রেট সমৃদ্ধ খাবারকে উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ খাবার হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, অধিক পরিমাণে শাকসবজি, ফলমূল এবং অল্প পরিমাণে লবণযুক্ত খাবার খেলে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। যাদের রক্তের গ্রুপ ‘এ’, তারা অন্য রক্তের গ্রুপধারীদের চেয়ে অধিক হারে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন। বংশগত কারণকেও আজকাল উল্লেখযোগ্য কারণ হিসেবে উল্লেখ করা হয়।

উপসর্গ
পাকস্থলীর ক্যান্সার দ্বারা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ নাও দেখা দিতে পারে। পরবর্তী পর্যায়ে শরীরের ওজন কমে যাওয়া, পেটব্যথা, বমি বমি ভাব, রক্তবমি, ডায়রিয়া প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই রোগীর ওপরের পেটে চাকা থাকে। অনেকে জন্ডিস দ্বারা আক্রান্ত হতে পারেন। পাকস্থলীর ক্যান্সারের রোগী জন্ডিস দ্বারা আক্রান্ত হলে বুঝতে হবে ক্যান্সারটি লিভারে ছড়িয়ে পড়েছে। অনেকের পেটে পানি আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারটি ঘাড়ের লসিকাগ্রন্থিতে ছড়াতে পারে। মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ে ছড়ানোর ঘটনাও বিরল নয়। যেসব অঙ্গে পাকস্থলীর ক্যান্সার সহজেই ছড়ায় সেগুলো হলো লিভার, ফুসফুস, হাড় ও পেরিটোনিয়াম।

পরীক্ষা-নিরীক্ষা
এন্ডোস্কোপ করে পাকস্থলীর প্রাচীর থেকে কোষ এনে সেটি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে পাকস্থলীর ক্যান্সার রোগ নির্ণয় করা যায়। বেরিয়াম মিল এক্সরে করে পাকস্থলীর ক্যান্সার সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক সময় পাকস্থলীর ক্যান্সার শরীরে কতটুকু ছড়িয়েছে সে সম্পর্কে ধারণা পাওয়ার জন্য সিটিস্ক্যান করা হয়।

চিকিৎসা
প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। কিন্তু বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়া ক্যান্সারের চিকিৎসা অপারেশনের মাধ্যমে করা সম্ভব নয়। বিভিন্ন অঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়েছে এ রকম রোগীরা অল্প দিনের ব্যবধানে মৃত্যুমুখে পতিত হতে পারেন।

ডাঃ শরিফুল আলম খান

এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমএস (সার্জারী)

এফএমএএস, ডিএমএএস

এডভান্সড ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও জেনারেল সার্জন।

(ওয়ার্ল্ড ল্যাপারোস্কপিক হাসপিটাল থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)

যশোর মেডিকেল কলেজ ও হসপিটাল, যশোর।

চেম্বারঃ কুইন্স হসপিটাল (প্রাঃ) লিঃ রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা- রাত ৮টা শুক্রবারঃ সকাল ৯টা – দুপুর ১টা । সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ ০১৭৫৯ ১৪ ২৭ ১৫ (মিল্টন) অথবা ০১৭৮৫ ৮৪ ৬০ ৭৮ (আশরাফুল)

Check Also

যশোরে সর্বপ্রথম দুই ছিদ্র করে ল্যাপারোস্কপিক ম্যাশিনের সাহায্যে পিত্তথলির পাথর অপারেশন

যশোরে সর্বপ্রথম দুই ছিদ্র করে ল্যাপারোস্কপিক ম্যাশিনের সাহায্যে পিত্তথলির পাথর অপারেশন

যশোরে সর্বপ্রথম দুই ছিদ্র করে ল্যাপারোস্কপিক ম্যাশিনের সাহায্যে পিত্তথলির পাথর অপারেশন ( Two Ports cholecystectomy …

ডাঃ শরিফুল আলম খান এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), এমএস (সার্জারী) | এফএমএএস, ডিএমএএস | এডভান্সড ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও জেনারেল সার্জন। (ওয়ার্ল্ড ল্যাপারোস্কপিক হাসপিটাল থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত) যশোর মেডিকেল কলেজ ও হসপিটাল, যশোর। চেম্বারঃ কুইন্স হসপিটাল (প্রাঃ) লিঃ রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকাল ৪টা- রাত ৮টা শুক্রবারঃ সকাল ৯টা – দুপুর ১টা । সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ ০১৭৫৯ ১৪ ২৭ ১৫ (মিল্টন) অথবা ০১৭৮৫ ৮৪ ৬০ ৭৮ (আশরাফুল)

Watch Dragon ball super